আপনারা কোনো গুজবে বিভ্রান্ত হবেন না: শাবনূর
বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দেশে ফিরেই ‘রঙ্গনা’ নামের একটি সিনেমা দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি। এরপর একই প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার ব্যানারে ‘এখনো ভালোবাসি’ নামে আরো একটি সিনেমার ঘোষণা দেন এই অভিনেত্রী।
নিজের দুই সিনেমার ঘোষণার পরপরই আবারও অস্ট্রেলিয়াতে উড়াল দেন শাবনূর। এরপরই শুরু হয় নানা গুঞ্জন। নায়িকার দেশে ফেরা নিয়েও সৃষ্টি হয় প্রশ্নের। বিষয়গুলো চোখে পড়েছে এই তারকার। অস্ট্রেলিয়াতে থেকেই ফেসবুকে এক স্ট্যাটাসে কোনো গুজবে কান না দিতে ভক্তদের অনুরোধ করেছেন তিনি।
‘ছোট একটি ঘোষণা’ শিরোনামে শাবনূর তার স্ট্যাটাসে লিখেছেন, গত ১ তারিখ থেকে আমি লক্ষ্য করছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর। দেখেশুনে মনে হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে।
শাবনূর লেখেন, কিছু ভূঁইফোঁড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে- আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি। কবে ফিরব সেটা জানেন না কেউ, চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রং-ঢং মাখিয়ে আরো কত কিছু রটাচ্ছে! আশ্চর্যের ব্যাপার, এদের দেখাদেখি মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। আমার সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।