Saturday, May 11, 2024
Google search engine
Homeবিশ্ববাংলাদেশের কাছে জমি চেয়েছে সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের কাছে জমি চেয়েছে সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ৬০০ একর জমি চায় সৌদি আরব। চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনমিক জোনে এ জমি চেয়েছে তারা।

বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠক শেষে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের জুনের পর সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশে আসবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফর দুইদেশের সম্পর্ককে বহুমুখী করতে সহায়ক হবে।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির কর্মসূচিতে তাদের কর্মীরা সাড়া দেয় না। রোজার মাসে কর্মসূচি দিলে কর্মী ও জনগণের তোপের মুখে পড়বে দলটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments