Friday, May 10, 2024
Google search engine
Homeপ্রবাস জীবনঅবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিল হাইকমিশন

অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিল হাইকমিশন

‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’র আওতায় মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়েছে। পহেলা মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।

জানা গেছে, নতুন এ কর্মসূচির আওতায় প্রবাসীরা নিজ দেশে ফেরত যেতে চাইলে অবশ্যই পাসপোর্ট অথবা দূতাবাসের অনুমোদিত ট্রাভেল ডকুমেন্ট পাস ইমিগ্রেশন অফিসে জমা দিতে হবে। আর বিমান টিকিটের মেয়াদ থাকতে হবে ১৪ দিন।

এসব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করার পর ৫০০ বা ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে প্রবাসীরা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

এক বিজ্ঞপ্তিতে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট নিতে বাংলাদেশিদের কোন কোন কাগজপত্র দিতে হবে তা জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন।

এতে বলা হয়েছে, বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই এমন বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইলে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে হবে।

তবে সর্বশেষ পাসপোর্ট কিংবা সংশ্লিষ্ট ইউএনও’র অফিসিয়াল চিঠির কপি, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও ইন্টারভিউয়ের জন্য আবেদনকারীকে হাইকমিশনে উপস্থিত হতে হবে। ফি দিতে হবে অফেরতযোগ্য ৪৪ রিঙ্গিত। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতি সোম ও শুক্রবার কাউন্টারে আবেদন নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments