Friday, May 10, 2024
Google search engine
Homeপ্রবাস জীবনফেব্রুয়ারির ২৪ দিনে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা

ফেব্রুয়ারির ২৪ দিনে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা

প্রবাসীরা চলতি মাসের (ফেব্রুয়ারি) প্রথম ২৪ দিনে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১১০ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ১০৭ কোটি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ফেব্রুয়ারির এই ২৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪০ কোটি ৪০ লাখ ডলার। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ লাখ মার্কিন ডলার এসেছে। প্রবাসীরা চলতি বছরের প্রথম মাসে (জানুয়ারি) ২১০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স আসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি এবং ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ডলার।

২০২২-২৩ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স আসে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আর ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments