দেশের জন্য অবদান অব্যাহত রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান
ইন্দোনেশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশের জন্য তাদের অবদান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিকুল ইসলাম।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত তারিকুল ইসলাম। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে রাষ্ট্রদূত শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও ৭ মার্চের ভাষণের বিষয়বস্তুর ওপর আলোকপাত করেন।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের দেশের জন্য তাদের অবদান অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সভায় দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি, ইউনেস্কোর প্রতিনিধিরা ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
পরে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ এর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও জাকার্তায় বসবাসরত শিশু-কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।