প্রবাস জীবন
ওমরাহ পালনে গিয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আব্দুল জলিল মুনদার নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তিনি ২০ মার্চ ইতালি থেকে সপরিবারে ওমরাহ পালনে যান।
শুক্রবার স্ট্রোকের পর মক্কার একটি হাসপাতালে তিনি মারা যান। আব্দুল জলিল মুনদারের মৃত্যুতে ইতালি রোম বৃহত্তর চট্টগ্রাম সমিতির নেতারা শোক প্রকাশ করেছেন।
আব্দুল জলিল মুনদার মৃত্যুর সময় দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গ্রামে।
ওমরাহ শেষে বাংলাদেশে ফিরে ঈদ উদযাপন করার কথা ছিল আব্দুল জলিল মুনদারের। তার মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।