জাতীয়রাজনীতি

যুবদল ব্যর্থ, নতুন কমিটি চান পদবঞ্চিতরা

যুবদলের বর্তমান কমিটিকে ব্যর্থ আখ্যা দিয়ে অনতিবিলম্বে এ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতারা।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক আলী আশরাফ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মাহাতাব আলম, সাবেক সদস্য সৈয়দ আবেদিন প্রিন্স, আহসান উল্লাহ্ তুষার, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, শোয়াইব খোন্দকার, আশরাফুর রহমান বাবু, জাকির হোসেন খান, হুমায়ন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মহসিন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মাহবুব শিকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক ইয়াকুব রাজু; ঢাকা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ প্রমুখ।

নেতাকর্মীরা জানান, যুবদলের বর্তমান কমিটি সংগঠনের কোনো সদস্যের কল্যাণে কাজ করছে না। এমনকি এ কমিটি সাংগঠনিক কর্মসূচিতেও শক্তিশালী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ কারণে অনতিবিলম্বে যুবদলের বর্তমান কমিটি ভেঙে দেওয়া প্রয়োজন। একই সঙ্গে যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button