ব্রাজিলের বিপক্ষে নামার আগে ধাক্কা খেলো ইংল্যান্ড
দীর্ঘ ৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল। ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে দুদলের সমর্থকদের কথার লড়াই। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে থ্রি লায়ন্সরা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরিতে জর্জরিত ইংল্যান্ড শিবির। কোল পালমার, জর্ডান হেন্ডারসনদের পর এবার ছিটকে গেছেন দলের সেরা স্ট্রাইকার হ্যারি কেইন। তাকে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচেও পাওয়া নিয়ে শঙ্কা আছে।
শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ব্রাজিল-ইংল্যান্ড। ইউরোর প্রস্তুতি হিসেবে সেলেসাওদের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চায় ইংলিশরা। তবে সেলেসাওদের বিপক্ষে পূর্ণশক্তির দল পাচ্ছে না সাউথগেটের শিষ্যরা।
ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকা। এবার ইংলিশরা পাচ্ছে না সেরা স্ট্রাইকার হ্যারি কেইনকেও। কোল পালমার আর জর্ডান হেন্ডারসনরাও ভুগছেন চোটে। তবে পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে এ দুজনের ফেরার সম্ভাবনা থাকলেও অনিশ্চিত কেইন।
বুন্দেসলিগায় ডামস্টাটের বিপক্ষে ৫-২ গোলের জয়ের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন বায়ার্ন মিউনিখের এ স্ট্রাইকার। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেন, ‘হ্যারির চেয়ে কোল ও হেন্ডোর (হেন্ডারসন) বেলজিয়ামের বিপক্ষে ফেরার সম্ভাবনা বেশি।’
দলের তারকাদের হারালেও এর ভালো দিকটাও দেখছেন ইংলিশ কোচ। তার মতে, ইউরোর আগে এটা অন্য খেলোয়াড়দের জন্য সুবর্ণ সুযোগ। ইংল্যান্ডের সর্বকালের সেরা স্কোরার কেইনের ইনজুরিতে সুযোগটা মিলতে পারে অ্যাস্টন ভিলার স্ট্রাইকার অলি ওয়াটকিন্স অথবা ব্রেন্টফোর্ডের ইভান টনির। জুনের ইউরো চ্যাম্পিয়নশিপের আগে এমন সুযোগ কাজে লাগিয়ে তারাও চাইবেন কোচের দৃষ্টি কাড়তে।