Saturday, May 11, 2024
Google search engine
Homeআন্তর্জাতিকস্যাটেলাইটের মাধ্যমে নেয়া হবে টোল, চালু হচ্ছে ভারতে

স্যাটেলাইটের মাধ্যমে নেয়া হবে টোল, চালু হচ্ছে ভারতে

স্যাটেলাইট ভিত্তিক টোল কালেকশন সিস্টেম চালু করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। দেশটির বিভিন্ন মহাসড়কগুলোতে বসতে পারে এই সিস্টেম।

এ পদ্ধতিতে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টোল সংগ্রহ করা হবে। এর ফলে উঠে যেতে পারে বর্তমান টোল ব্যবস্থা। পরিকল্পনাটিকে বাস্তব রূপ দিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রী নীতিন গডকরি জানান, নতুন টোল সিস্টেম জিপিএস এবং ক্যামেরার ব্যবহার করা হবে। এর ফলে টোল বুথ ও ব্যারিয়ারগুলোর প্রয়োজন পড়বে না। জিপিএস ও ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে গাড়ি এবং সরাসরি গাড়ি চালকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে টোল ট্যাক্স। কত কিলোমিটার ভ্রমণ করেছে সেই গাড়ি, তার ওপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমাণ।

বর্তমানে যে টোল ব্যবস্থা দেখতে পাওয়া যায় সেগুলো আরএফআইডি (জঋওউ) প্রযুক্তির ভিত্তিতে কাজ করে। এটি হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ, যা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে গাড়িগুলো শনাক্ত করতে এবং ট্র্যাক করতে সাহায্য করে। বাংলাদেশেও এ সিস্টেম চালু আছে।

একটি ক্যামেরা বসানো থাকে টোল প্লাজায়, যা গাড়ির ফাস্ট্যাগ আইডি ট্র্যাক করে ব্যাংক মারফত টাকা কেটে নেয়। তবে নতুন জিপিএস ভিত্তিক সিস্টেম বসলে এ আইডির প্রয়োজন কমে যাবে। সরকারের মতে, নতুন টোল সিস্টেম টোল সংগ্রহ প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করে তুলবে।

এ মুহূর্তে প্রত্যেক টোল প্লাজাতে ট্যাক্সের পরিমাণ ফিক্সড রয়েছে। যত কিলোমিটারই ভ্রমণ করেন না কেন, যা টাকা বেধে দেওয়া হয়েছে সেটাই জমা দিতে হয়। তবে নতুন ব্যবস্থা যোগ হলে এ টাকার অংকে পরিবর্তন হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments