Saturday, May 11, 2024
Google search engine
Homeফিচারঈদ উপলক্ষে মুচিপাড়ায় বেড়েছে ব্যস্ততা

ঈদ উপলক্ষে মুচিপাড়ায় বেড়েছে ব্যস্ততা

সোহাগ হাফিজ,বরগুনা প্রতিনিধি :  রমজানের শেষ সময়ে ঈদ উপলক্ষে মুচিপাড়ায় বেড়েছে ব্যস্ততা। মুচিরা জুতা তৈরিসহ পুরোনো জুতা মেরামত ও পালিশ করে দিনরাত সমান ভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বিষখালীর শাখা নদী ভাড়ানী খালের পাড়ে বরগুনা পৌর বাজারের মুচিপাড়া। এখানে ত্রিশ জন মুচি কাজ করেন।  স্থানীয়দের কাছে স্থানটি মুচিপট্টি নামেই পরিচিত। বছরের অন্যান্য দিনের তুলনায় রমজানের শেষ সময়ে ঈদের পূর্বে বেড়ে যায় এখানকার মুচিদের কর্মব্যস্ততা। সেবা পেতে ভীড় জমায় সাধারণ মানুষেরা।

সরেজমিনে দেখা যায়, কেউ জুতা তৈরি করছেন, কেউ পুরোনো জুতা মেরামত করছেন, কেউবা আবার জুতায় পালিশ করছেন। আর এসব সেবা নিতে ভীড় জমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।

জুতা মেরামত করতে আসা রাসেল বলেন, ঈদের সময় মধ্যবিত্ত মানুষরা বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি জুতা পালিশ করাতে আসেন। আমি এবছর নতুন জুতা তো কিনবোই,তার পরেও বাসার পুরতন জুতা গুলো নিয়ে এসেছি নতুন সাজে সাজাতে।

মুচি নিরঞ্জন দাস বলেন, মুচিপট্টিতে ঈদ এলেই ব্যস্ততা বেড়ে যায়। মানুষের আনাগোনা বাড়ে। তবে কাজের মজুরি আমরা আগের মতোই রাখি। কেউ খুশি হয়ে বকশিস দিলে তা থেকেও কম নেই। কারণ ঈদ বাজারে এখানে সল্প আয়ের মানুষই বেশি আসে।

বরগুনা পৌর মুচিপট্টির সভাপতি অনিল দাস বলেন, চাঁদ রাতের একদম মধ্য রাত পর্যন্ত আমাদের ব্যস্ততা থাকে।আমরা এখানে ৩০জন মুচির কাজ করি। যায়গা সংকটের কারণে সবাই একসাথে বসতে পারিনা। তাই সেবা দিতে বেশি সময় লেগে যাচ্ছে। আমরা সবাই একসাথে বসার জন্য নির্দিষ্ট একটি স্থানের জন্য আমরা জেলা প্রশাসক স্যারের কাছে দাবি জানিয়েছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments