রাজনীতি

জাপা থেকে বহিষ্কার বাবলা

রওশন এরশাদের সঙ্গে বৈঠকের পরই জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি ও দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

রোববার জাপা যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ঐ বার্তায় বলা হয়, জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যানসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

বাবলা আজ রওশনপন্থী নেতাদের সংবাদ সম্মেলনে যোগ দেন। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন তারা। বাবলাকে সম্মেলন কমিটির কো-আহ্বায়ক করা হয়।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াই ইয়া চৌধুরীসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করে জাপা। বহিষ্কৃত ও ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে দল গুছানোর কাজ করছেন রওশন এরশাদ। নিজেকে চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা দেন তিনি। এ ছাড়াও আগামী ৯ মার্চ সম্মেলনের ঘোষণাও দিয়েছেন তিনি

নতুন র্বাতা/সো হা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button