সিরিজ জিতে ‘টাইমড আউট’ সেলিব্রেশন শ্রীলংকার, যা বললেন শান্ত
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলংকা লড়াই মানেই বাড়তি উত্তেজনার পরশ। ‘নাগিন-নাচ’ দিয়ে শুরু। এরপর সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ‘টাইমড আউট’ বিতর্ক এই দুই দলের লড়াইকে আরও জমিয়ে তুলেছে।
এছাড়া সদ্য সমাপ্ত টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘স্নিকো-বিতর্ক’ দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করে। এবার সিরিজ শেষে দেখা মিললো ‘টাইমড আউট’ উদযাপনের।
স্বাগতিকদের হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর উদযাপনের সময় শ্রীলংকার ক্রিকেটাররা হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে আলোচিত ‘টাইমড আউট’ ঘটনা মনে করিয়ে দেন। সফরকারীদের এমন উদযাপন টাইগার অধিনায়ক শান্তর কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে।
শনিবার (৯ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লংকান ক্রিকেটারদের ‘টাইমড আউট’ উদযাপন নিয়ে শান্ত বলেন, ‘আক্রমণাত্মকভাবে সামলানোর কিছু নেই। ওরা এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ওদের বের হওয়া উচিত, বর্তমানে থাকা উচিত। আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটু বেশিই মাতামাতি করছে, করুক। আমরা এটা নিয়ে চিন্তিত না।’
উল্লেখ্য, শ্রীলংকার বিপক্ষে শেষ টি-২০ ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের পাশাপাশি ইতিহাস গড়া হতো বাংলাদেশের। তবে সেটি আর হয়নি। নুয়ান থুশারার এক ওভারেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। নিজের করা প্রথম ওভারে শান্ত, হৃদয়, রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি।
রিশাদের ঝড়ো ফিফটিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ১৯.৪ ওভারে ১৪৬ রান করলেও ২৮ রানের পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। শেষ টি-২০ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের নেয় সফরকারীরা।